
রাজশাহীর তানোরে সাজিদ নামের দুই বছরের শিশু ৩০-৩৫ ফুট গভীর একটি গর্তে পড়ে যাওয়ার ঘটনায় ফায়ার সার্ভিস উদ্ধারকাজ চালাচ্ছে। খননযন্ত্র ব্যবহার করে মাটি খোঁড়ার কাজ শুরু হয়েছে এবং শিশুটিকে বাঁচিয়ে রাখতে অক্সিজেন সরবরাহ অব্যাহত রাখা হয়েছে।
বুধবার বেলা একটার দিকে শিশুটি তার মায়ের হাত ধরে ধানের খেতে হাটছিল। হঠাৎ করে সে গর্তে পড়ে যায়। সাজিদ উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের রাকিবের ছেলে। রাকিব ঢাকায় একটি জুট মিলের ব্যবস্থাপক হিসেবে কর্মরত থাকায় এখনও বাড়িতে পৌঁছাতে পারেননি।
শিশুর মা রুনা খাতুন বলেন, হাঁটার সময় হঠাৎ সাজিদ গর্তে পড়ে গিয়ে ‘মা, মা’ বলে ডাকতে থাকে। গর্তটির ওপরে খড় বিছানো থাকায় তারা তা আগে বুঝতে পারেননি।
ফায়ার সার্ভিসের রাজশাহী বিভাগের সহকারী পরিচালক দিদারুল আলম জানিয়েছেন, তাদের তিনটি ইউনিট উদ্ধারকাজ চালাচ্ছে। বিকেল সাড়ে পাঁচটা থেকে গর্তের পাশে এক্সকাভেটর দিয়ে নতুন গর্ত খোঁড়া শুরু হয়েছে। রাত পৌনে আটটা পর্যন্ত ১০-১২ ফুট খোঁড়া হয়েছে। মাটি সরানোর কাজে দুটি ট্রাক্টর ব্যবহার করা হয়েছে।
স্থানীয়রা জানান, ওই এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে গেছে। এক ব্যক্তি পানির স্তর যাচাই করার জন্য পূর্বে গর্ত খনন করেছিলেন, যা বর্ষার সময় নতুন করে গর্ত তৈরি করে।
উদ্ধারকাজ দেখার জন্য এলাকায় শত শত মানুষ ভিড় জমিয়েছেন। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীনুজ্জামান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দড়ি টানিয়ে ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে।